নীলচিঠি
____
কিছু না হোক, তবুও গোলাপ খামে ভরে ;
নীল চিঠিটা দিলাম আকাশের কাছে।
আকাশের কাছ থেকে, সাদামেঘ, কালোমেঘ,
জল হারা মেঘ পার করে উড়ে গেল মেঘের রাজ্যে।
সেখানে মেঘেরা কথা বলে মেঘের সাথে।
যেখানে নীল চিঠিটা হঠাৎ করে নীল মেঘ হয়ে গেল;
তার পর নীল বৃষ্টি হয়ে ঝরে পড়ল নাম না জানা মনের রাজ্যে।।
ইচ্ছে
-------
ইচ্ছে গুলো খুঁজে ফিরে যন্ত্রনা।
একা একা ঘুরে ফিরে চলে যায়;
ফুটপাতে, রেলিংএ কিংবা ব্যালকনিতে।
ওরা ঝুলে থাকে আপন ইচ্ছায়।
ইচ্ছে গুলো ইচ্ছে মত চলে, ইচ্ছে মত বলে,
ইচ্ছে মত, ইচ্ছে বেচে খায়।
--------------