(১)
ভাবনার জালে জীবনের রং
উজান কিংবা ভাটায়
চোখের জলের রং হয়ে
সারা জীবন কাটায়।

(২)
দিগন্তের অন্ত খুঁজি
দিনের শেষের আলো
ভালোবাসার বাঘবন্দী
আলিঙ্গনে কালো।

(৩)
স্মৃতির মুসাফির বক্ষ পিঞ্জরে
সময়ের ভিড়ে একা
ভাবনার আকাশ ছুঁয়ে দেখি
মনের আকাশ ফাঁকা।

(৪)
প্রাণের কথা প্রাণের ব্যথা
আগুন মেঘের ঢেউ
মনো কষ্ট হৃদয়ের রাজা
উষ্ণতা খোঁজে কেউ।