আদর্শ খই ভাজে
বিবেকের তাপে
এ জগতে পাপ পূন্যের
ওজন কে মাপে।।
✨✨✨✨✨✨✨
পাপ পূন্যের আদালতে
বিচারক নাই
পূন্যের বারা ভাতে
পাপে ঢালে ছাই।।
✨✨✨✨✨✨✨
গরুর গাড়ীর হেডলাইট
জ্বললে এক বার নিভে না
সেই আলোতে খু্ঁজছ মিছে
"ভালোবাসা র" ঠিকানা।।
✨✨✨✨✨✨✨
কান্না হাসির এই দুনিয়ায়
পৌষপার্বন এর মেলা
ঘুরবে তুমি সবার সাথে
ফিরবে একলা।।
✨✨✨✨✨✨✨