🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
জীবন
জীবন সেতো স্তব্ধ মরু
জীবন সেতো ব্যথার তরু
জীবন মানে শুধুই জীবন
জীবন মাঝে লুকায় মরন।।
হাসি
কল্পনার রং মিশিয়ে না বলা কথা হাসি
ব্যথায় হাসি, কাদায় হাসি
সুখের হাসি, দুঃখের হাসি
জীবন তরীর ছোট্ট রশি।।
কান্না
ব্যথা যখন মনের মাঝে থাকতে নাহি পারে
দু চোখেতে জল হয়ে তখন ঝরে পড়ে
চোখের জলের নাম নেইকো ব্যথা মিশে তাতে
ছোট্টো নামে সবার কাছে কান্না হয়ে গেছে।।
🌿🌿🌿🌿🌿🌿☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️