@@@@@@@@@@@@@@@@@@@

শিহরে উঠে ঘুমন্ত শরীর
   অতৃপ্ত বাসনায় ক্লান্ত জীবনে
       নেমে আসে শুধু বিষন্ন স্বপ্ন।
নতুন আলোর বন্যায় জেগে উঠে নতুন সকাল
শুধু রয়ে যাই 'পুরানো আমি' যা ছিলাম গতকাল।।

@@@@@@@@@@@@@@@@@@@