(১)
তুমি আমার নিঃসঙ্গতা
সকাল,বিকাল,রাত্রি
তোমার মাঝেই নীরবতা
অনন্তকালের যাত্রী।।

(২)
না ছুঁয়ে তোমাকে ছুঁতে চাই
না পেয়ে তোমাকে পাব
অচল প্রেমের সচল ছোঁয়ায়
সব কিছু হারাবো।।

(৩)
আজন্ম অপরিশোধ্য ঋণ
জানি পূরণ হবে না কোনদিন
তবুও পূর্ণ অধিকার ক্ষমাহীন
ভালোবাসায় অস্পষ্টতা সীমাহীন।।

(৪)
ঝাপসা দু'চোখে পুরোনো সময়
তোমার হারিয়ে যাওয়া
শিহরিত নগ্ন পায়ে
স্বপ্ন ছুঁয়ে পাওয়া।।

(৫)
বৃষ্টিস্নাত পৃথিবী কেন কাঁদে
তার বুকে না পাওয়ার বেদনা
কুয়াশা ঢাকা জীবনের ফাঁদে
ভিড় করে আসে পুরোনো যন্ত্রণা।।