(১)
তুমি যদি আসতে চাও
আসতে পার রাতে।
রাতের কাব্য ঘুমিয়ে পরে
সূর্য এলে প্রাতে।।
(২)
স্বপ্ন দেখে সংগোপনে
স্বপ্ন খুঁজো না।
স্বপ্ন গুলো স্বপ্ন ই হবে
কেউ তা বোঝ না।।
(৩)
দুঃখ গুলো বুকের মাঝে
ঘর বেঁধেছে খাসা।
কোথায় আমি থাকবো বলো
নেই তো আমার বাসা।।
(৪)
সুখ গুলো আপন ভেবে
দুঃখ ভুলে যাও।
সুখের মাঝে দুঃখ লুকায়
তার খোঁজ কি পাও।।