*১*
সাময়িক মোহে মত্ত সুখ,
স্থিতিশীল কাল বেলায়।
পূর্ণিমার পর অমাবস্যা কালো,
চাহিদার অবহেলায়।।
*২*
পিপাসার ঠোঁট খুঁজে ফিরে আজ ও
নদীর আকুল ধারা।
গভীর বোধের বদ্ধ শিকড়ে
হয়ে যায় দিশেহারা।।
*৩*
পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে
হৃদয় পোড়া গন্ধ।
তবুও বাতাস বয়ে যায়
না হারিয়ে ছন্দ।।