ওগো আকাশ,
তোমার বুকে মাথা রেখে
মেঘেরা কাঁদে হাসে
তুমি কার বুকে মাথা রেখে.....

ওগো জোনাকী
একটু আলো দাও না
জীবনের পথ যে বড় অন্ধকার।

ওগো বৃষ্টি
মেঘের মাঝে মেঘ লুকিয়ে
তুমি কোথায় থাক?
এত কান্না জমিয়ে রেখে
কোন দুঃখ ঢাকো।