অন্তহীন নিঃশব্দ কান্না,
চোখেতে মৃদু জল হৃদয়ে বন্যা।
অনুভূতি গুলো হঠাৎ বৃষ্টির ফোঁটা হল
ভেজা মনের উঠোনে আজ "হলুদ পাখি এলো"।