(১)
বোবা কবিতার মাঝে
নির্বাসিত কাটাকুটি
উচ্ছেদের ভয়ে ক্ষতের প্রলেপে
মানুষের ছোটাছুটি।।
(২)
রং মিলান্তি সারি সারি
আমার শহর জুড়ে
হিরের পালক তারার নোলক
অন্ধকার খুঁজে ফিরে।।
(3)
মিলিয়ে যাওয়া নিকোটিনের ধোঁয়া
নিরুদ্দেশের স্বপ্ন
শাঁখের করাত বুকের মাঝে
উপন্যাসে মগ্ন।
(4)
রাত্রির আলতো ছোঁয়ায়
বাস্তুচ্যূত রং মশাল
প্রতিক্ষিত ঝরা বকুলে
জীবনের শতদল।।