(১)
কথাগুলো আজও
হলো না বল
কারণে বা অকারণে
সুখও কিবা দুুখও সনে
তোমার হৃদয় পথে হলো না চলা
(২)
আকাশ যখন বৃৃষ্টি ভেজে
গায় শ্রাবণের গান
বাতাস তখন পাগল হাওয়ায়
ভাঙ্গায় অভিমান
(৩)
স্বপ্ন মানে হৃদয় মাঝে
চুপটি করে থাকা
ক্ষনিক সময় নীরবে তে
স্মৃতির ছবি আঁকা
(৪)
সুুখের মাঝে দুুখঃ গুলো
যখন বাধে বাসা
দুইয়ে মিলে জন্ম নেয়
প্রথম ভালবাসা
(৫)
মেঘবালিকার না বলা কথা
ঝরে মাটির পরে
বৃৃষ্টি বলে ডাকে সবাই
কিন্ত কান্না বলে তারে