(১)
বৃন্ত থেকে আমার আমিকে,
         ছিঁড়ে ফেলি বারবার
জীবনের এই খেলাঘরে
     তুমি কার কে তোমার।।

                  (২)
আপন মাঝে আপন হারায়
আপন মাঝেই ক্ষয়
আপন মাঝে নিজেকে হারিয়ে
জীবনের পরাজয়।

                    (৩)
ক্লান্ত হীন পথে নীরবতা জেগে রয়
নীরবতার সাথে নীরবতা কথা কয়।
অস্তিত্ব র মাঝে আশার শতদল
ছুঁয়ে দেখি এত শুধু হলাহল।।

                 (৪)
আমার আমিকে হারিয়েছে অবিরত
পেয়েছি খুঁজে বুকে নিয়ে কত ক্ষত
ভাঙ্গা গড়ার খেলায় মত্ত জীবন
কেউ কি জানে খেলা কতক্ষন?


(আসরের সকল সম্মানিত কবি বন্ধুদের নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা)