(১)
বুকের ভেতর জেব্রা ক্রসিং নেই
দুঃখগুলো ছুটছে নিজের মত
নিয়ন আলোয় আবছা মুখে কেউ
ঝাপসা চোখে ঢাকছে মনের ক্ষত।
(২)
হৃদয় মাঝে
নীরবতার দাগ
কিছু গুন আর
সব টুকুই ভাগ।
(৩)
জানি ভালো আছো
ঠিক তোমার নিজের মত
সময় আজও খুঁজে ফিরে
দুরন্ত বিষন্নতার অলীক ক্ষত।
(৪)
আকাশে থাকে না তো কেউ
পাখিরাও নীচে আসে নেমে
এ শহর লুকিয়েছে তোমায়
জানি না কোন অভিমানে।