(১)
এক ঝাঁক নিঃশব্দ কান্না
আকাশে শঙ্খ চিল
হৃদয়ে বন্যা।।
(২)
ঠিকানা দিলাম জীবনের কাছে
শুরু হল পথ চলা।
হাসি কান্নার পথের ধারে
হারানো স্মৃতির মেলা।।
(৩)
তোমার দু চোখে আমি,
আমাকে দেখিনা
অস্তিত্ব খুঁজি না নিজের।
শুধু খুঁজে ফিরি হারানো ঠিকানা
যা ছিল শুধু আমাদের।।
(৪)
যন্ত্রনার ভাল নাম ভালবাসা।
ভালবাসার ডাক নাম যন্ত্রনা।।