(১)
জীবন নামক রেল গাড়িতে
সময় নামের চাকা
ষ্টেশন এলে নামতে হবে
কামরা হবে ফাঁকা।।
(২)
সুখ শূধু লক্ষ্য
বেঁচে থাকা উপলক্ষ্যে
কর্ম ধর্ম শুধু পরোক্ষ
স্বার্থ সিদ্ধিতে নিরপেক্ষ।
(৩)
পাপ পূণ্যর হিসেব নিকেশ
সাদা কালোর মেলা
দাড়ি পাল্লায় ঘুন ধরেছে
অযাচিত খেলা।
(৪)
মানবতায় মানব বাদ
সরলতার সরল
ভালোবাসার ভালোর মাঝে
মিশে গেছে গরল।
(৫)
দেশপ্রেম বইয়ের পাতায়
বাতাসে উড়ে ভাষন
দেশের কথা কথার কথা
সবাই খোঁজে আসন।।
(৬)
টাকা এখন জীবন সুধা
হারিয়ে গেছে প্রাণের ক্ষুধা
টাকার পিছে ছুটছে মানুষ
নিলামেতে মান আর হুশ।।
(৭)
বিবেক গেছে রসাতলে
মানবতা খাঁচায়
ভরাডুবির সন্ধিক্ষণ
কে কাকে বাঁচায়।।