ভেসে চলে যায়, 'কালের' না মেলা হিসাব
সাথে নিয়ে পুরোনো স্মৃতির ছাপ।
সারা মন জুড়ে গত জন্মের ধু্লো
উথাল পাথাল জীবনের সংলাপ।
আঁকড়ে ধরে হাসি কান্নার ঢেউ
শঙ্খচিলের ডানায় 'জীবন' রোদ
ডুবে গেছে গোধূলির চরাচর
সুতো ছেঁড়া ঘুড়ি আকাশে দেয় ডুব।
শব্দরা খোঁজে হারানো অন্তমিল
মনের মাঝে খুঁজে না পাওয়া ঝিল।
স্রোতের শব্দ, স্রোতেই হারায়
স্রোতেই অন্তহীন।।