*******************
নিঝুম রাতে অচিন পুর
নির্ঝরণীর নিঠুর সুর
নক্সা কাটা নিয়ন আলো
নিত্য দিনের আঁধার কালো।

নেশায় ঘেরা স্বপ্ন ভিড়ে
নীল আলোরা খেলা করে
নগ্ন কষ্টের সীমানায়
নষ্টালজিয়ার তপস্যায়।

নীরবতার কঠিন ভাষা
নিভে যাওয়া ব্যর্থ আশা
ন-স্বরে তৈরী খাঁচা
নষ্ট জীবন,নষ্ট বাঁচা।।
****************""