সময়
সময় বসে আছে সেলফি তুলবে বলে।
আর কোন শর্ত নেই, আছে শুধু স্বপ্ন সুখের ঘর।
সম্পূর্ণ অর্থ হীন ,আলোতে কালোতে মাখা ছবি।
তার ই মাঝে বেঁচে বর্তে থাকা অবিকল শূন্যের মত।
শেষ বিকেলের রোদে চোখ দুটো আবছা ।
নরম হয়ে আসা আলো আস্তে আস্তে নিভে যাচ্ছে।
কথোপকথন
তোমার মুখোমুখি হলে উঞ্ঝতা এনো
কথাগুলো ফিরলে অতৃপ্তি জেনো।
দেহ সুখে জর্জরিত দড়িতে বসে আঁকা
পিঁপড়ের মিছিল খুজেঁ শুধু বেঁচে থাকা।।
অন্ক খাতা
হিজিবিজি জোড়াতালি নামতার খাতা
পতিত পাতায় ঘুন, সন্ন্যাসী র ছাতা।
শূন্য হেসে বলে কেউ নেই সঙ্গে
শামূকের জল ছাপ জীবন তরঙ্গে।
রাস্তা
দিগন্ত ছুঁয়ে ফিরে আসে পৃথিবীর বুকে
শুধু হেঁটে হেঁটে ক্লান্ত অনভ্যস্ত সুর
রোজ কার প্রতিধ্বনি মিশে যায় কালো পিচে
শিরনাম হীন প্রস্থান চেয়ে আছে পাথরের ফাঁকে/