অনন্ত ভালোবাসা দেখা হলো না আর।
উপেক্ষিত সন্ধ্যার ছায়ায় আলোকিত সমন্বয়,
বোঝা হল না আর।
জানা হল না, সে কি এসেছিলো সন্ধ্যা প্রদীপ হাতে;
যেখানে জল বিম্বের মত উৎকর্ষের বুদ্ বুদ্,
শূন্য অবহেলিত গণিতের মত মানব প্রাণের রহস্য।
সবুজ সাদা কিংবা বেগুনী দীর্ঘ শ্বাসে মিশে যায় অস্তিত্ব।
নতুন সময়ের সীমা বলয়ে নিয়ম গুলো আক্রান্ত অনিয়মিত আলোকিত আঁধারের তীব্র আলোক ছটায়।
সন্দেহ আর অ প্রেমের শানিত তরবারি তে টুকরো টুকরো হৃদয়ে মানুষের হাহাকার।
সূর্য নক্ষত্রের আলোয় রক্তের অন্তবিহীন বিলাসিতার স্বাক্ষর।
তবুও অনন্ত ভালোবাসার স্বপ্ন দেখা হলো না আর।
নতুন অভিধানে ভালোবাসার অর্থ খোঁজা হল না আর।