আমি সীমান্ত, কাঁটা তার হতে কাঁটা তার
এক দেশ থেকে অন্যদেশ....
আমি বিতাড়িত, আমার নেই কোন দেশ
আমার নেই কোন মতামতের অধিকার।
পথিকের রেখাচিত্রে, আমার স্বাধীকার।
এই পৃথিবীর কোন বাস যোগ্য জমি নেই আমার।
আমারও ইচ্ছে করে---
নিজের হাতের এক টুকরো বাগান;
হাসনাহেনা, গোলাপের সুগন্ধ।
সুগন্ধ না জুটলেও মাঝে মাঝে
তাজা বারুদের গন্ধে গলা আটকে আসে।
গণতন্ত্রে,  রাজতন্ত্রে কিংবা বুলেটতন্ত্রে
কোন তন্ত্রে আমি?
তা আজও জানা হলো না।
চারিদিকে পরিযায়ী আশ্রয়ের মধ্যে
এখনো স্বপ্ন দেখি কাঁটা তার বিহীন
সুনীল আকাশে সাদা পারাবত।
হঠাৎ স্বপ্ন ভেঙে যায়,
চারিদিক থেকে ঘিরে ধরে
উদ্বাস্তুর হাহাকার।
কাঁটা তারের দুপাশে খাবি খায়
উলঙ্গ চাঁদ -------