আমার কবিতা আমি দিয়ে যাবো
বঞ্চিত মানুষের রুদ্র রোষে।
আমার কবিতা আমি দিয়ে যাবো
রক্ত ঋণে স্বাধীনতার অগুৎসবে।
উৎসর্গিত কবিতারা ঢাকবে নীল ক্ষত
তার অণু পরমাণু জুড়ে থাকবে ভালোবাসা
বিবেকের শাসনে পুষ্ট শব্দের মেলায়
ঘুচে যাবে সকল বিভেদের প্রাচীর।
আমার কবিতারা গলা ছেড়ে গাইবে গান।
প্রণয়ের প্রথম চুম্বনের সাথে মিশে যাবে রক্তে।
আহা! কি প্রশান্তির প্রস্রবণে স্নাত কবিতার শরীর।
আমার কবিতারা ঢেকে দেবে আলোর মাঝে কালোর কষ্ট।
আগামী প্রজন্মের বুকে বুনে দেবে অস্তিত্বের বীজ।
মহাজনী খাতার কুটিল স্বত্বা মুছে দিবে পুষ্পিত রূপান্তরে।
আমার কবিতারা বেঁচে থাকুক ভিন্ন স্বপ্নে।
অঙ্কুরিত আশার মাঝে।
কুটিল স্বত্তার জাল ছিড়ে
কুমন্ত্রের মায়া কাটিয়ে
অপার্থিব জীবনের গোপন ছায়ায় পার্থিব হয়ে.....