আমায় একটু সাহস দিও
আগুন পাখি কোথায় তুমি?
সময় স্রোতে আগুন দিও।
আমার হাতটি একটু ধর
উথাল পাথাল বৃষ্টি বাদল
ভিজিয়ে দিয়ে রাত পোহাল।
যূদ্ধের দিন শেষ হয়নি
রাস্তার গান এখন ও বাকী
পিচ গুলো রক্ত হবে,
দিন গুলো দিচ্ছে ফাঁকি।
আগুন পাখি আগুন ঝরাও
অন্ধকারেও ইচ্ছে জ্বলুক
সঙ্গে যদি না থাকে কেউ
বুকের ভেতর হাপর চলুক।
নতুন মশাল নিভে গেছে
ছাই গুলো উড়ছে বড়
আগুন পাখি আসছে উড়ে
ঐ দেখা যায় ভোরের আলো।।