অন্ধকার নেবে অন্ধকার?
লাল কালো অন্ধকার
সবুজ নীল অন্ধকার
সম্পর্কের অন্ধকার, স্মৃতির অন্ধকার
শিরোনাম হারানো জীবনের অন্ধকার
জন্ম থেকে জন্মান্তরের অন্ধকার
আলোর ভাঙন ঋতু, খুঁজে ফেরে অমসৃণ খোলসের অন্ধকার।
তরলে ভাসছে 'অন্ধকারের রেপ্লিকা।
কেউ আঁধার বেচে খাই
কেউ আঁধার কিনে খাই
মিষ্টি মেশানো আঁধার,স্বপ্ন মেশানো আঁধার
জলের দরে আঁধার।

অন্ধকারে হরির লুট
চক্ষু হীন অতৃপ্ত আঁধারে
জয় অন্ধকার আর সব ঝুট
কুম্ভীপাকে একাকী কে কাঁদেরে।

আয় রে সবাই হাটে যাই
একটু আঁধার চেটে খাই।।