এ এক অদ্ভুত সন্ধিক্ষণ,
অগম্য চক্রবূহ্য অনির্ণেয় খন্ভকালের গর্ভে,
আশ্চর্য মিশে গেছে আশ্চর্য র সাথে
আকাশ বিষন্ন
নদী একাকী
বাতাস কলুষিত
পাহাড় মেঘশূন্য
পৃথিবী ভারাক্রান্ত
এ এক নিষ্ঠুর বেঁচে থাকা।
আশ্রয় সংশয়ে
হৃদয় স্পর্শহীন
প্রেম ক্ষুদ্রতায়
দৃষ্টিভঙ্গি অবনত
জীবন ছন্নছাড়া
সময় প্রতিক্ষিত
এ এক নির্লিপ্ত বৃত্তের উপর ক্লান্ত পদক্ষেপ, জ্যা,ব্যাস আর ব্যাসার্ধে নিরন্তর ঘুরপাক........