ভালো না লাগা জেঁকে বসেছে শিরায় শিরায় ,
দুঃখ বিলাসের নগ্ন নৃত্যে হতবাক আমি ।
এভাবে চলতে পারে না বলে বলেই,
কাঁটিয়ে দিলাম প্রহরের পর প্রহর ।
ভেবেছি এবার টুটি চেপে ধরে জিজ্ঞাসিব...
শখ মিটেনি এখনো !
থাম বলছি ... অনেক হয়েছে দুঃখ বিলাস,
এবার ঘরে ফির ... স্নান করে খেয়ে নে ।
কতদিন সন্ধ্যার আলো আঁধারিতে,
কাঁথামুরি দিয়ে ঘুমানো হয় না ,
ঘর্মাক্ত শরীরে কতদিন,
দ্বিধান্বিত হইনা সন্ধাকে ভোঁর ভেবে !
বড় হতে চেয়ে নিজের ভালো থাকাটাকে,
কখন খুইয়ে বসে আছি , টের' ই পাইনি।
অবশেষে .. আবারও
কেউ একজন ভালো থাকতে চায়।