এক ফোটা জল দুইটা চড়ুই
কি করে বল তৃষ্ণা মিটাই !
এই ছিলি তুই, এই যেন নাই
ঝিলিমিলি হাওয়াই মিঠাই !
তোঁর বুকেতে হাজারটা পথ
কোন পথেতে মোর বসতি ?
মুখ ফুটে হায় কইনি বলে
কেঁউ জ্বালেনি সন্ধ্যে বাতি।
সন্ধ্যে তাঁরা সেও ডাকেনি
কেঁউ বলেনি একটু কথা,
চুপ সাগরে ডুব দিয়েছি
হারিয়ে গেছে বৃষ্টি ছাতা।