চেয়ে দ্যাখো ওই দূরবীন চোখ
খুঁজছে তোমায় খুব
চেয়ে দ্যাখো ওই পাগল ছেলেটা
অতলে দিয়েছে ডুব ।
চেয়ে দ্যাখো ওই তোমার জন্যে
হাতের মুঠোয় প্রাণ
চেয়ে দ্যাখো ওই তুমি না থাকলে
সব কিছু যেন ম্লান ।
চেয়ে দ্যাখো ওই তোমার জন্যে
সমুদ্র দেবো না পাড়ি
চেয়ে দ্যাখো ওই তোমার জন্যে
কত কি করতে পারি।
চেয়ে দ্যাখো ওই তোমার আমার
ভালো বাসাবাসি চলছে
চেয়ে দ্যাখো ওই রূপালী চাঁদটা
তোমার দিকে হেলছে ।
চেয়ে দ্যাখো ওই তুমি চাইলেই
অঝোরে নামছে বৃষ্টি
চেয়ে দ্যাখো ওই তুমি নেই বলে
উচাটন মোর দৃষ্টি ।
চেয়ে দ্যাখো ওই তুমি আছো বলে
হেঁটে যাই আমি পথ
চেয়ে দ্যাখো ওই তুমি চলে গেলে
হয়ে যাই আমি শ্লথ ।।