আমি ট্যাঁর পাই -
কিছু একটা শুকিয়ে গেছে,
নদীরা যেমন জল শূন্যতায় হয় ।
কিছু একটা মরে গেছে,
প্রাণীরা যেমন প্রাণ হীনতায় হয় ।

আমি ট্যাঁর পাই-
সবটাই স্তব্ধ হয়ে গেছে,
হয়ে গেছে কম্পনহীন, অনুরণনহীন ।

বড় নির্মম এই পড়ে থাকা ,
উত্তেজনাহীন, কামহীন, ক্রোধহীন পড়ে থাকা ।
মরা গাছের ডোম যেমন পড়ে থাকে
পড়ে থাকতে থাকতে পচে যায়, ক্ষয়ে যায়,
তারপর নিঃশেষ ।

আমার কি মনে হয় জানো !
তুমি আবারও ফিরবে
এক যুগ, দুই যুগ বাঁ আরও যুগ পরে ।
আমি আবারও ভালবাসবো,
আমি বার বার ভালবাসবো,
পুনঃপৌনিক ভালবাসবো ।