কেউ কি আছো ,আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পার ?
আমি বড় ভীত ,মৃত্যুর ভয়ে আমি রাজপথ ছেড়ে এসেছি হল বহুদিন ।
একা ঘরে বন্ধ করে নিজেকে বুঝিয়েছি -আমি শক্তিহীন ,
তবুও মৃত্যু আমার পিছু ছাড়েনি কোনদিন !
আমি বাচঁতে চাই ,আমি বাচঁতে চাই ,আমি বাঁচতে চাই ।
এই বোধেই হয়ত মানুষ হিসেবে নয় ,বেঁচে আছি যন্ত্র মানুষ, আমি মানহীন ।
তোমরা সকলে মিলে প্রতিবাদী হয়ে উঠলেই ,প্রতিবাদী হয়ে উঠি আমি !
তোমরা যুদ্ধে না গেলে যুদ্ধে যাব না চিরদিন !
তবু কেউ বলে না মৃত্যু আসবে না আর কোনদিন ।
আমি খুব যত্ন নিবো শরীরের ,খুব সাবধানে পথ চলব , কারো সাথে বিবাদে যাবনা ।
খুব কষ্ট হলেও মেনে নেব ,চাইব না মৌলিক দাবি ,কোন মানবিক অধিকার ।
মনে জাগা হাজারো ক্ষোভ রং পাবে না ,তাকে সেখানেই দিব লাল রং ।
তবুও কি পারবে দিতে অমরত্ব ? পারবে কি মৃত্যু থেকে আমাকে বাচঁতে ?

৭ আগস্ট ২০১৮