তোমার সাথে মেঘাগমে প্রথম দেখা।
সেই থেকে সোনালী সকাল-বিকেল বেলা।
হৃদয়ে তুমি নিজে করে নিয়েছো ঠাঁই,
আজও সেই জমিনে তোমাকে কুড়িয়ে পাই।

ভেজা শ্রাবণে ছড়িয়ে দাও ,তোমার নিজস্ব ছন্দ।
তাই তো ভালোবাসি আমি,তোমার গায়ের সুগন্ধ।
তোমার রূপে সেজে ওঠে মেঘ,আকাশময়।
ঝরে পড়ে বৃষ্টি হয়ে,নিতে পরশ সৃষ্টিময়।

তুমি গ্রীস্মের পরে আসো নিয়ে শীতলতা।
সবুজ পাতার মাঝে উঁকি দিয়ে,দেখাও তোমার সরলতা।
কোন এক বৃষ্টির দিনে,ভেজা শরীরে,হাতে নিয়ে একগুচ্ছ কদম,
আমার তোমাকে দেখা।

২৯শে জুন ২০২৪