দেখেছি আজ শেষ দেখা এইতো শান্ত্বনা ,
চলে যাব তারার দেশে দেবনা আর যাতনা ।
গত দিনগুলি যত শুধুই স্মৃতি হয়ে রবে,
অনামিষার ঘোর আঁধার তোমার জীবন থেকে মুছে যাবে।
সুখের ফাল্গুধারা বহিবে জীবনে তোমার,
থাকবে না কোন অপূর্নতা ,কোন হাহাকার।
মুছে যাবে অতীতের যত গ্লানি, যত অভিশাপ ,
সুদর্শন কোন রাজপুত্রের হবে আবির্ভাব ।
নিত্য ব্যস্ততায় একদিন মুছে যাবে আমার স্মৃতি,
এমনই হয়, এমনই হয়েছে ; এটাই রীতি ।
বিধাতার কাছে আকুল আবেদন,
সদা হাসি-খুশী থাকে যেন তোমার মন ।