কত পথ - মাঠ - ঘাট পাড়ি দিয়ে এসেছি তব দ্বারে,
তুমি ফিরিয়ে দিও না হতভাগা মোরে।
শোনগো তুমি মোর শুধু একটি কথা,
শুধু একবার ভেবে দেখো তুমি মোর হৃদয়ের ব্যথা।
অনেক স্বপ্ন আছে তোমাকে নিয়ে ঘর বাঁধার,
তুমি ভেঙে দিওনা সে স্বপ্ন আমার।
প্রেমশুন্য করোনা আমার এ অন্তর।।
যদি তুমি ফিরিয়ে দাও মোরে,
মন থেকে প্রেম মুছে যাবে চিরতরে।
তুমি ফিরিয়ে দিও না নিঃস্ব মোরে।।
অনেক ভেবে তোমার সাথে করতে চাই প্রেমের সন্ধি,
বলো তুমি হবে কি আমার মনের খাঁচায় বন্দী?

উৎসর্গে: আমার জনম জনমের সাথী কে।