ভীষন ব্যস্ত তুমি, হাজারও ব্যস্ততায় কাটে তোমার দিন,
তোমার বিরহে বিরহী এ মনে বাজে করুন বীণ ।
হেসে-খেলে কাটে তোমার সারাবেলা ,
দূরে রয়ে গেলাম আমি পেয়ে যত অবহেলা।
ওয়াটসঅ্যাপ,ইমো,ফেসবুক আরও কত কি,
এত ভীড়ে প্রহর গুনে এ মন চাতক পাখি।
রোজ রোজ এই সেই অজুহাতে শুধু দ্বিধা-দ্বন্দ,
এ মন আর খুঁজে পেলনা সুখের ছন্দ ।
মিষ্টি কথা তোমার যত কাজে নেই মিল ,
অযথা আমার উপর ছুড়ো অনুমানে ঢিল।
বুঝেও বুঝনা এ মনের আর্তনাদ ,
ভীষন পটু তুমি বটে দিতে অপবাদ।
ভাবি তোমায় যত প্রেরনার বাতিঘর ,
আসলে সব কাজে ডেকে আনো তুমি ঝড় ।
গরু মেরে তুমি জুতা কর দান ,
তোমার তরে দিব নিজেকে বলিদান এই শেষ আরাধন ।

তাং ২৫ মে , ২০১৭ ইং ( দুপুর ০১.৫৯ টা)