দূর আকাশে ভাসে দেখি
সাদা মেঘের ভেলা,
পাখপাখালি আপন মনে
করে কত খেলা।

প্রজাপতি ফুলের বনে
করে ঘুরাঘুরি,
আকাশপথে উড়ে চলে
পোকা ভুরিভুরি।

ক্ষেতে ক্ষতে বেড়ে ওঠে
আমন ধানের চারা,
নদীর কূলে কাশফুলেরা
সুখে আত্মহারা!

পুকুর নদীর জলের বুকে
সাঁতার কাটে হাঁসে,
রবির আলোয় শেওলাগুলো
মৃদু মৃদু হাসে।

শরৎ এলে কমতে থাকে
নদী-নালার জল,
সন্ধ্যা হলে নীড়ের টানে
ফেরে পাখির দল।

রচনাকাল
১৮-৯-২১
রোজঃ শনিবার
সময় ২:৫১ মিনিটে।