শরৎকালে দূর আকাশে
সাদা পয়োদ ভাসে,
নদীর কূলে কাশফুলেরা
খিলখিলিয়ে হাসে।
কিচিরমিচির করে পাখি
বসে গাছের ডালে,
ফুলের বনে প্রজাপতি
ওড়ে তালে তালে।
ঝিরিঝিরি হাওয়ায় দোলে
গাছের সবুজপাতা,
মূল মাটিতে জলের উপর
শাপলাফুলের ছাতা।
পুকুর নদীর স্বচ্ছ জলে
দেহ ভাসায় মাছে,
গভীর ধ্যানে বসে আছে
মাছরাঙাটি গাছে।
আঁকাবাঁকা সরিৎ নীরে
চলে জলচর,
শরৎ ঋতুর প্রকৃতি যে
অতি মনোহর!
রচনাকাল
১৩-৯-২১
রোজ:- সোমবার
সময় রাত -১১:১ মিনিটে।