ঝরে পড়ে গাছের পাতা
দেখি মাটির বুকে,
শীতল হাওয়ায় উড়ে চলে
নিজের মত সুখে।
ডানা মেলে পাখিগুলো
করে উড়াউড়ি,
আকাশ পানে চেয়ে আছে
শস্য ফুলের কুঁড়ি।
ফুলে ফুলে ভোমর অলি
করে ঘুরাঘুরি,
প্রজাপতি চারিপাশে
আছে ভূরিভূরি!
মাছরাঙাটি নদীর কূলে
ধ্যানে বসে গাছে,
ক্ষেতে ক্ষেতে নানা রকম
ফসল ভরে আছে।
নিভু নিভু দিনে আলো
যাবে ধরা ছেড়ে,
পশ্চিম আকাশ লোহিত রঙে
মনটা যে নেয় কেড়ে!
রচনাকাল
১৩-১২-২১
রাত:১০: ৪১ মিনিটে
রোজ: সোমবার