দিনের আলো যায় হারিয়ে
নীল আকাশ ছুঁয়ে,
শ্যামল ছায়া ধরার বুকে
জমিনে আছে শুয়ে।
নীড়ের টানে বকের সারি
ফেরে আপন মনে,
বিহগগুলো কূজন করে
শুনি গাঁয়ের বনে।
শিশিরকণা জমাট বেঁধে
আছে মাঠের ঘাসে,
সেচানপাখি আকাশ পথে
পালক মেলে ভাসে।
গাছের ডালে কোকিল বসে
ডাকছে কুহু সুরে।
আমোদ করে অনেক পোকা
উড়ছে বহু দূরে।
দলবেঁধেছে হাঁসের সারি
গাঁয়ের মেঠো পথে,
সন্ধ্যা হলে ঝিলিক আলো
দেখি তারার রথে।
রচনাকাল
১২-১০-১৮