রোজা
লিরিক্স : - শহিদুল ইসলাম
Lyricists: Sahidul Islam
মাকে আমি বলেছি আজ
রাখবো ত্রিশ রোজা,
চাইবো ক্ষমা করতে জমা
ভালো কাজের বোঝা।
পড়বো কুরআন পড়বো হাদিস
বুঝে বুঝে রোজ ---------------।।
সেহেরি খেতে উঠবো আমি
পড়বো তাহাজ্জুদ,
দমে দমে করবো জিকির
পড়বো যে দুরুদ।
কোথায় আছে করবো আমি
ক্ষমার আয়াত খোঁজ ------------।।
মসজিদে গিয়ে করবো আদায়
সকল ফরজ নামাজ,
ব্যস্ততা সব রাখবো ফেলে
থাক না যতো কাজ।
পাপমুক্ত করতে জীবন
বোঝরে ও মন বোঝ --------------।।
রচনাকাল
৬-২-২৫
রোজ : বৃহস্পতিবার
সময় রাত : ১২: ১০ মিনিটে