আমরা আস্থা করি সৃষ্টিকর্তার পারে,
যাইনি ভুলে তারে ডাঁকি প্রতি-টি বারে।
জীবনে কত পথ? জানা নেই আমার,
যতই দিবা কাটে চুকানো রাখে তার।
বিবর করি তারে মন গহনে ভরে,
তাই পড়িয়া আছি সেই বিভু দূয়ারে।
প্রকৃষ্ট করে দিয়ে বাস্তবে রাখে মাখা,
পলির বেশে তৈরি মোদেরকেই রাখা।
তার সূতায় গাঁথা মালা করবে নষ্ট,
সেই দিন পাইবে দুষ্ট কাজের কষ্ট।
ছুড়ে দিবে পাবকে পুড়ন্ত নাহি ক্ষমা,
সত্য পথে রইলে শান্তি হইত জমা।
কো''ন হাদীস বলে এই ভুবনেতেই,
নৃপতি হয়ে রবে প্রভুর ইতি নেই।