ওরাই প্রবাসী
মোঃ শহিদুল ইসলাম
Lyric: Sahidul Islam
জন্মভূমি ছেড়ে যারা
থাকে পরবাসে,
দিবাশিনি কষ্ট করে
দুখে শুধু ভাসে।
ঝড়-বৃষ্টি রোদ গরমে
মরছে তারা খেটে,
তাদের জন্য মনটা কাঁদে
বুকটা যায় যে ফেটে।
ওরাই প্রবাসী ওরাই প্রবাসী-
দুঃখ কেনে যারা দিয়ে মুখের হাসি।।
দিনে ঝরে গায়ের ঘাম
রাতে চোখের জল,
ভবিষ্যতের স্বপ্নে ওরা
বাড়ায় মনবল।
আপন জনের নেয় যে খবর
মোবাইল ওই ফোনে,
ওরাই প্রবাসী ওরাই প্রবাসী-
দুঃখ কেনে যারা দিয়ে মুখের হাসি।।
প্রবাস জীবন কত সুখের
জানে শুধু ওরা,
উপর উপর সুখের লেপন
ভেতর কষ্টে ভরা!
ঠোঁটে তার হাসি থাকে
কান্না থাকে মনে।
ওরাই প্রবাসী ওরাই প্রবাসী-
দুঃখ কেনে যারা দিয়ে মুখের হাসি।।
রচনাকাল
২২-৫-২২
রোজঃ রবিবার
সময় রাত ১১:৪২ মিনিটে।