ফর্সা বরণ গাঁয়ের রঙ যে,
মাথায় কালো চুল,
কাজল কালো দুটি আঁখি,
কানে সোনার দুল।
গোলাপ রাঙা অধর দুটি,
নাসা বাঁশের বাঁশি,
নকশা ঘেরা কপাল জুড়ে,
লাজুক মুখের হাসি।
টানা টানা চোখের ভুরু
গলায় ফুলের মালা,
বেনারসি শাড়ি পরা,
হাতে সোনার বালা।
টিকলি বাঁধা কালো চুলে,
গলায় লম্বা হার,
মেহেদি রাঙা দুটি হাতে,
লালে চমৎকার!
আলতা রঙে দুটি পায়ে,
কত কিছু আঁকা!
বাসর ঘরে বসে আছে,
নীরব হয়ে একা।
----------০--------
২৭-১০-১৭
রচনাকাল