ছন্দরীতি: স্বরবৃত্ত
জন্মনিয়ে মায়ের কোলে
এলো একটি মেয়ে,
খুশি মনে দেখেছিলাম
চাঁদমুখটি চেয়ে।
মায়া ভরা মায়া মুখটি
ভুলি কেমন করে!
কঠিন ব্যাধির কারণে সেই
মেয়েটি গেল মরে!
অবশেষে ভুবন ছেড়ে
চলে গেল দূরে,
তারই কথা আমার মনে
বাজে সুরে সুরে!
নামহীন আজ সেই মেয়েটি
আছে পরোপারে,
নিজের মত করে আল্লা
ভালো রাখো তারে।
রচনাকাল
৩১-৭-২১