ছন্দরীতিঃ স্বরবৃত্ত
এই পৃথিবীর মানুষগুলো
কেন এমন হয়,
কথায় কথায় বারে বারে
মিথ্যা কথা কয়।
ন্যায়নীতি সব ভুলে গিয়ে
অসৎ পথে রয়,
অনিয়মকে আপন করে
মিথ্যা করে জয়।
বুক ফুলিয়ে ধরার বুকে
করে ঘুরাঘুরি,
বলতে গেলে উচিৎ কথা
দেখায় শুধু ছুরি।
প্রাণের ভয়ে আমি তখন
নীরব হয়ে থাকি,
না ফুটিয়ে কথার বুলি
আল্লাহকে ডাকি।
গরিব বলে সহ্য করি
সব অপমান ভাই,
দুঃখ ছাড়া এই জীবনে
আর তো কিছুই নাই!
রচনাকাল
৯-৬-২০
সন্ধ্যাবেলা সময় ৭: ৩০ মিনিটে।