এই কবিতাটি ময়মনসিংহ জেলার, তানজিদ শুভ্র ভাই ও নূরে আলম মামুন ভাই ও গীতিকবি,শাহরিয়ার
শাওন ভাইয়ের নামে উৎসর্গ করিলাম।
ছন্দরীতি :- স্বরবৃত্ত
আমার যেতে ইচ্ছে করে
বন্ধু তোমার গাঁয়,
নদীর জলে করব গোসল
চড়ে ডিঙি নায়।
দেখব আমি চেয়ে চেয়ে
শাপলা ফুলের গাছ,
মজা করে দুজন মিলে
ধরব ঝিলের মাছ।
দুপুরবেলা সবাই মিলে
বসব খেতে ভাত,
মিষ্টি স্বাদের মাছগুলোতে
প্রথম দেবো হাত।
খাওয়া শেষে হাতটি ধুয়ে
ঘুরতে যাব ভাই,
গাঁয়ের মাঠে ফসল দেখে
শান্তি মনে পাই।
নরসুন্দার কূলে বসে
গল্প হবে বেশ,
আমরণকাল জীবন জুড়ে
রবে তাহার রেশ।
রচনাকাল
৮-৬-২০