মনকে সুধাও

Lyric:- Sahidul Islam

মোঃ শহিদুল ইসলাম

জন্মনিয়ে এই ভুবনে
তুমি দিনমান,
স্বার্থটানে আপনজনে
করছো অপমান!
পাপের বোঝা করছো ভারি
অসৎ পথে চলে,
ন্যায়নীতি সব ভুলে গিয়ে
যা খুশি তাই বলে।
হিসাব তোমায় দিতে হবে
পরোকালের দেশে---।।

থাকতে সময় এসো ফিরে
নীতির ভুবন দ্বারে,
চাও হে ক্ষমা প্রভুর কাছে
অবনত শিরে!
নইলে জীবন পাপে ডুবে
বৃথাই যাবে ভেসে---।।

রেহাই যদি চাও পেতে সেই
বিচার সন্ধিক্ষণে,
নেক নিয়তে চলাফেরা
করো আপন মনে।
মনকে সুধাও যাওয়ার আগে
মহাপ্রলয় দেশে --।

রচনাকাল
২০-৬-২১
রোজঃ রবিবার