ছোট্ট গোলাপ কুঁড়ির মত
ফুটে ওঠা মেয়ে,
মিষ্টি হেসে কথা বলে
দেখি ওরে চেয়ে।

নয়ন দুটি কাজল কালো
কপালে আঁকা চাঁদ,
প্রভুর গড়া আপন করে
নেই কিছু বাদ্।

হাঁটি হাঁটি পায়ে চলে
দেখা যায় তারে,
নজর রাখা যায়না যেন
পুকুরের ঐ ধারে।

সেজে আছে মাতৃকোলে
ফুলের মত কায়া,
মায়ার বাঁধন দিয়ে তার
নাম রাখা মায়া।

---------০-------
১৫/৭/১৭
হাজরাকাটি, বেগমপুর, মনিরামপুর, যশোর।
কবি,সদস্য,বাংলার কবিতা ডটকম;
কবি,সদস্য,বাংলা কবিতা ডটকম;