মাহে রমাদান

মোঃ শহিদুল ইসলাম

Lyric: Sahidul Islam

বছর ঘুরে আবার এলো
মাহে রমাদান,
প্রভুর তরে রাখবে রোজা
মুমিন-মুসলমান।
সেই খুশিতে মন আকাশে
উঠলো মেতে তারা,
ভুবন জুড়ে এই আমেজে
সবাই মাতোয়ারা!----।।

আহার ছেড়ে রবের তরে
থাকবো নিশিদিন,
মুমিন দ্বারে উঠলো বেজে
শান্তি-সুখের বিন।
রহম-ক্ষমার এই যে মাসে
হদয়ে পড়ল সাড়া! -----।।

পাপি-তাপি আছে যত
আয় রে সবাই ছুটে,
আপন মনে খোদার রহম
সবি নেরে লুটে।
নাজাত-মাগফিরাতের মাসে
পুলকিত মুমিনেরা! -----।।

রচনাকাল
২০-৩-২২
রোজ রবিবার
সময় বিকাল ৪:৩০ মিনিটে