মা হারিয়ে আজকে আমি হয়ে
গেছি একা

লিরিক্স : শহিদুল ইসলাম

Lyricist: Sahidul islam

বছরের পর বছর গেলো
আসলো না তো মা,
মাকে ছাড়া কিছুই আমার
ভালো লাগে না।
মা হারিয়ে আজকে আমি হয়ে গেছি একা -
শতো কেঁদেও পাইনা খুঁজে আমার মায়ের দেখা -----।।


মা হারিয়ে হলাম আমি
এতিম দলের সাথী,
বসে বসে তাইতো আমি
মায়ের স্বপ্ন গাঁথি।
হৃদয় মাঝে আছে মা গো তোমার
চরণরেখা-----।।

মায়ের স্বপন বুকে নিয়ে
আজও বেঁচে আছি,
মরণের পরে পাই যেনো ঠাঁই
তোমার কাছাকাছি!
তোমায় ছেড়ে থাকতে হবে এটাই বিধির লেখা -------।।


হাজার কষ্টে থেকেও যদি
থাকতো আমার মা,
আমার মতো সুখী জগতে
কেউ তো হতো না।
মায়ের স্মৃতি বুকে নিয়ে আমার
বাঁচতে শেখা -----।।

রচনাকাল
১১-৭-২৪
সময় রাত ১২: ৪ মিনিটে
রোজ: বৃহস্পতিবার