ছন্দরীতি:- স্বরবৃত্ত
কোরবান দিতে বাজার থেকে
কেনে মুমিন গরু,
কেনার পরে বাড়ির পথে
যাত্রা করে শুরু।
জনে জনে জিজ্ঞেস করে
কত নিলো দাম?
সেই উত্তরটি দিতে দিতে
কপালে বায় ঘাম।
ঘামের ফোঁটা ঝরে যখন
পড়ে মাটির বুকে,
তবু কারো নেই যে ক্লান্তি
হাসি বরং মুখে।
ওয়াজিব তাই করতে হবে
ধনীদের কুরবানি,
প্রভুর হুকুম মানতে হবে
এটাই সত্যবাণী।
ঈদের দিনে কোরবান শেষে
মেটাই দীনের হক,
সহী-নিয়্যাত সুষ্ঠু বণ্টন
বিধির মনের শখ।
রচনাকাল
২২-৭-২০